এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা। এতে তাওহীদের ঐসব মাসআলা, দীনের মূলনীতি ও তার আনুসঙ্গিক বিষয়সমূহ সংক্ষিপ্ত আকারে স্থান পেয়েছে, যা প্রত্যেক মুসলিমের জানা ও বিশ্বাস করা আবশ্যক। আর এগুলো সংগ্রহ করা হয়েছে চার ইমামের আকীদাহ সংক্রান্ত কিতাবগুলো থেকে। তারা হলেন ইমাম আবূ হানীফা, ইমাম মালিক, ইমাম শাফে‘ঈ, ইমাম আহমদ ইবন হাম্বল ও তাদের অনুসারীগণ। আল্লাহ তা‘আলা তাদের সবার ওপর রহম করুন। তারা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদার ওপর একমত ছিলেন এবং এতে তারা দ্বিমত পোষণ করেননি।
আসুন নিচের বইটি পড়ে সহী ইসলাম শিক্ষা গ্রহন করি।
One comment
Pingback: যাল হাদিসের কবলে রাসুল (সঃ) এর সালাত ISLAMIC RESEARCH CENTER ONLINE