সিহাহ্ সিত্তাহ্ তথা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে বুখারী শরীফের পরেই সহী মুসলিম শরীফ স্থান, হযরত আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ নিশাপুরী , এই সংকলনটি প্রণয়ন করেন ৷ তিনি মক্কা-মদীনা, সিরিয়া, ইরাক, মিশর সহ অনেক দেশে সফর করে সীমাহীন ত্যাগ স্বীকার করে পবিত্র হাদিস সংগ্রহ করেছেন ৷
আহমদ ইবনে হাম্বল (র,) তার উস্তাদ ছিলেন এবং ইমাম তিরমিযী এর ছাত্র ছিলেন তিনি তার সংগ্রহীত ৩ লক্ষ হাদীসের মধ্য থেকে যাচাই-বাছাই করে প্রায় চার হাজার হাদীস তার ‘সহীহ্’ সংকলনে লিপিবদ্ধ করেছেন৷
তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে শরীয়াতের প্রামাণ্য উৎস এ সকল হাদীস সংগ্রহ এবং পরিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পর এই হাদিসগুলো বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে বিষয়ানুক্রমিকভাবে বিন্যাস করা হয়েছিল এক কঠিন শ্রম ও মেধাসাধ্য কাজ , কিন্তু মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে অধ্যবসায় ও অসাধারণ প্রতিভাকে কাজে লাগিয়ে এ সংকলন উপহার দেন ৷ ইসলামী শরীয়তের প্রয়োজনীয় প্রায় প্রতিটি বিষয়ের উল্লেখযোগ্য হাদিসগুলো এখানে স্থান দেওয়া হয়েছে।
বিষয়ের প্রাসঙ্গিকতা বিবেচনা করে তিনি একটি বিশেষ ধারায় তা বিন্যাস করেন, যা হাদীসবেত্তাদের বিচক্ষণ পর্যালোচনায় প্রসংশা লাভ করে ৷ এ গ্রন্থটি ইসলামী জ্ঞান বিজ্ঞানের এক অবিস্বরণীয় উৎসব হিসেবে বিবেচিত হয়ে আসছে , অনাগত দিনেও এর প্রয়োজন শেষ হবেনা ৷
আসুন আমরা নিচ থেকে সহী মুসলিম শরীফ এর খন্ডগুলো ডাউনলোড করে ইসলামিক জ্ঞান অর্জন করি। নিজের জীবন কে অপরাধ মুক্ত রাখি, রাসুলের কথা গুলো জেনে এবং বুঝে অন্যকে ইসলামের পথে হেদায়তের জন্য ডাকি যা প্রতিটি মুসলিমের ইমানী দ্বায়িত্ব।
সহী মুসলিম শরীফ ১ম খন্ড ডাউনলোড
সহী মুসলিম শরীফ ২য় খন্ড ডাউনলোড
সহী মুসলিম শরীফ ৩য় খন্ড ডাউনলোড
সহী মুসলিম শরীফ ৪র্থ খন্ড ডাউনলোড
সহী মুসলিম শরীফ ৫ম খন্ড ডাউনলোড
সহী মুসলিম শরীফ ৬ষ্ঠ খন্ড ডাউনলোড
সহী মুসলিম শরীফ ৭ম খন্ড ডাউনলোড
সহী মুসলিম শরীফ ৮ম খন্ড ডাউনলোড