হাদিসে কুদসি আল্লাহ তা‘আলার সাথে সম্পৃক্ত করা হয়।
হাদিসে কুদসিকে হাদিসে ইলাহি, অথবা হাদিসুর রাব্বানি বলা হয়।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারিম ব্যতীত যে হাদিস তার রবের থেকে বর্ণনা করেন তাকে হাদিসে কুদসি বলা হয়
নবী করিম যেহেতু সংবাদ দিচ্ছেন তাই একে হাদিস বলা হয়।
বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবনে মাজাহ ও মুওয়াত্তা মালিক থেকে হাদীসে কুদসী সংগ্রহ করে নিম্নোক্ত বইটি সংকলিত করা হয়েছে।
আসুন আমরা হাদিসে কুদসি বইটি এখনি ডাউনলোড করে পড়ে নিজের জীবন গড়ি এবং অন্যকে দাওয়াত দেওয়া শুরু করি।