Wednesday , January 29 2025

রাসুল (সাঃ) এর নামাজ

রাসুল (সাঃ) এর নামাজ জেনে তার অনুরূপ নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। আসুন আমরা রাসুল (সাঃ) এর নামাজ সম্পর্কে জানার চেষ্ঠা করি।

রাসুল (সাঃ) বলেন, “তোমরা সেভাবে সালাত আদায় কর, যে ভাবে আমাকে সালাত আদায় করতে দেখ”। (বুখারী ১/৮৮,মিশকাত হা/৬৩১,৬৬ পৃঃ)

আমাদের সমাজে দেখা যায় সালাত আদায় করা নিয়ে বেশ কিছু মতামত রয়েছে, যা খুব দুঃখজনক।

আমাদের সকলের উচিত হবে রাসুল (সাঃ) এর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করা, আর রাসুল (সাঃ) এর দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি সালাত আদায় করলে সেটা রাসুল (সাঃ) এর হাদিসের বিরুদ্ধে যায়, কেননা রাসুল (সাঃ) বলেন, “তোমরা সেভাবে সালাত আদায় কর, যে ভাবে আমাকে সালাত আদায় করতে দেখ”। (বুখারী ১/৮৮,মিশকাত হা/৬৩১,৬৬ পৃঃ)

আসুন আমরা সবাই রাসুল (সাঃ) এর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্ঠা করি।

সহি পদ্ধতিতে সালাত আদায় করার জন্য নিচের বইটি ডাউনলোড করার পরামর্শ রইল, কারন বইটি লিখেছেন এই যুগের শ্রেষ্ট হাদিস বিশারদ নাসির উদ্দিন আলবানী, যার কথা প্রায় সবাই জানেন।

আমাদের সমায়ের অভাবে আমরা ভালো বইগুলো পড়িনা, তাই ইসলাম এর শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে রয়েছে। তাই আপনাদের অনুরোধ করবো এই বইটি পড়ে আপনার জীবনের শ্রেষ্ট ইবাদত সালাত কে শুদ্ধ করুন, কারন আখিরাতে প্রথমে আপনার সালাতের হিসাব নেওয়া হবে এবং আল্লাহ তায়ালা বলেন-

নিশ্চয় সালাত খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। (সুরা আন-কাবুত, আয়াত-৪৫)

সালাত শুদ্ধ হলে আপনি সকল খারাপ কাজ থেকে বাচতে পারবেন,

আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় সালাত আদায় করে এবং অন্যায় কাজ করে, এতে বুঝতে হবে ঐ লোকের সালাত হয়না।

তাহলে আসুন বইটি ডাউনলোড করে একবার হলেও পড়ে নিজের সালাতকে পরিশুদ্ধ করি।

রাসুল (সাঃ) এর নামাজ

ডাউনলোড লিংক