Wednesday , January 22 2025

পোস্ট করার নিয়ম

আমাদের ওয়েবসাইটে পোস্ট করার নিয়ম জেনে আপনি আপনার জানা ইসলামিক জ্ঞান লিখে অন্য মানুষকে জানান যা আপনার জন্য বেহেস্তের উচিলা হতে পারে, ইনশাল্লাহ।

আসুন শুরু করি।

রেজিষ্ট্রেশন

প্রথমে আমাদের ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন পেজে যেতে ক্লিক করুন এখানে রেজিষ্ট্রেশন পেজ

লিংকে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে।

রেজিষ্ট্রেশন পেজ

Username ও Email Id দিয়ে Register বাটনে ক্লিক করুন, এরপর লিখা আসবে Registration complete. Please check your email.

আপনার Email Id তে একটি লিংক যাবে সেখানে ক্লিক করে আপনার পছন্দমত পাসওয়ার্ড দিয়ে নিবেন। রেজিষ্ট্রেশন শেষ।

পোস্ট করুন

এখন এই লিংকে ক্লিক করুন 

তাহলে নিচের মত আসবে

Login Page

এখন Email Id ও Password দিয়ে Login বাটনে ক্লিক করলে পোস্ট করতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে পোষ্ট প্রকাশ করা তেমন কঠিন কিছু না। তবে নতুন হিসেবে আপনার কাছে কঠিন লাগবে এটাই স্বাভাবিক। ওয়ার্ডপ্রেস সাইটে পোষ্ট লিখতে নিচের কয়েকটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরন করুন।

১. ড্যাশবোর্ডের Posts সেকশন থেকে Add New –তে ক্লিক করুন। নিচের ইমেজটির মতো দেখুন

২. Add New –তে ক্লিক করার পর নিচের মতো পেজ পাবেন। এটিই ওয়ার্ডপ্রেস পোস্টিং প্যানেল।

৩। ইমেজটি লক্ষ করুন। TITLE GOES HERE- এই এইখানে আপনাকে আপনার পোস্টের টাইটেল/শিরোনাম অবশ্যই দিতে হবে। KICTCHEN SINK- এটি আপনার পোস্টের ফরম্যাটিং টুলস। আপনি এখানে থেকে আপনার পোস্টের যাবতীয় সাজসজ্জার কাজ করতে পারবেন। POST BODY- এটি আপনার পোস্টের মূল সেকশন। এইখানে আপনি আপনার পোষ্ট লিখবেন। সেটা হতে পারে সরাসরি এই উইন্ডোতেই টাইপ করে অথবা যেকোনো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে লিখে এখানে কপি-পেস্ট করবেন। কপি-পেস্ট এর সময় অবশ্যই পোষ্ট ভিউ HTML -তে পেস্ট করবেন। কেমন HTML ভিউ-তে পেস্ট করবেন তা নিচে আলোচনা করবো।

৪. পোষ্ট লিখা শুরু করি।

উপরের ইমেজটিতে দেখুন… আমি একটি প্লেইন টেক্সট এর সাথে হাইপারলিঙ্ক যুক্ত করছি যদিও এটি একটি ওয়েবসাইটের ঠিকানা। আপনি যা লিখার হাইপারলিঙ্ক যুক্ত করতে চান সেটা চিত্রে দেখানর মতো করে নির্বাচন করুন। তারপর চিত্রের উপরের অংশের দেখানো Insert/edit link(Alt+Shift+A) বাটনে ক্লিক করুন। এবার দেখুন নিচের মতো একটি পপ-আপ লিঙ্ক বক্স আসবে,

URL এর পাশের বক্সে উপরের চিত্রে যে টেক্সট নির্বাচন করেছেন তার জন্য রিলাভেন্ট লিঙ্ক দিন। লিঙ্কটিকে যদি আলাদা পেজে ওপেন করতে চান তবে Open in a new window tab এর বাম পাশের বক্সে চেক মার্ক করুন। এবার ডান দিক থেকে নিচের Add Link বাটনে ক্লিক করুন।

নিচের চিত্রে দেখুন আপনার লিঙ্কটি টেক্সট এর সাথে যুক্ত হয়ে গেছে.

আসুন পোস্টের মাঝে ছবি/ইমেজ যুক্ত করি

নিচের চিত্রে দেখানো KICTCHEN SINK টুলস গুলোর উপরে থেকে Add Media আইকনে ক্লিক করুন

এবার ইমেজ যুক্ত করার জন্য একটি পপ-আপ বক্স আসবে নিচে দেখুন

আপনার হার্ডডিস্ক থেকে যুক্ত করতে চাইলে শুধু পপ-আপ বক্স টি আশার পর উপরের চিত্রে দেখানো Select Files এ ক্লিক করুন… নিচের মতো File Upload উইন্ডো আসবে। আপনার লিখার সাথে সুসঙ্গত ইমেজ ফাইলটি নির্বাচন করে Open এ ক্লিক করুন

কয়েক সেকেন্ডের মধ্যে ফাইলটি আপলোড হয়ে নিচের মতো স্ক্রীন প্রদর্শন করবে

এবার আসুন দেখি ভিডিও কিভাবে এড করতে হয়ঃ

ভিডিও এড করার জন্য আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড করে ভিডিও এর ইউটিউব লিংকটি কপি করে লেখার যে স্থানে ভিডিও দিতে চান সেখানে লিংকটি পেস্ট করুন। নিচের ছবিটি দেখুন

দেখানো স্থানের যে লিংক রয়েছে আপনার ভিডিও এর সেই লিংকটি কপি করে পেস্ট করুন।

এবার আসুন পোস্টিতে ক্যাটাগরি এবং ট্যাগ সেট করি…

ওয়ার্ডপ্রেস পোষ্ট বডির ডান পাশেই Category প্যানেল আছে। নিচের মতো দেখুন… লিখাটি আপনি যে ক্যাট্যাগরির আওতায় দেখতে চান সেই ক্যাটাগরিতে চেক করুন। তবে হ্যাঁ, ক্যাটাগরি অবশ্যই লিখার সাথে সুসঙ্গত হতে হবে। যদি আপনার পছন্দমত ক্যাটাগরি না পান তাহলে নতুন ক্যাটাগরি করে নিবেন।

এবার ট্যাগ লিখুন। ক্যাটাগরির ঠিক নিচেই ট্যাগ এর অবস্থান। আপনার লিখাটি যে বিষয়ের উপরে লিখা সেই ধরনের সর্বনিম্ন ৩-৫টি ট্যাগ লিখুন, তারপর Add এ ক্লিক করুন। নিচের এর মতো…

৫. এবার পোস্টই পাবলিশ করার পালা… পোষ্ট বডি’র ঠিক ডান দিকে দেখুন Publish সেকশন আছে… পোস্টই সরাসরি পাবলিশ করতে চাইলে Publish এ ক্লিক করুন। পাবলিশ এর আগে পূর্ব রূপ দেখতে চাইলে Preview ক্লিক করুন। আর পোস্টে সংরক্ষন করে রাখতে চাইলে Save Draft এ ক্লিক করুন। আমি যেহেতু প্রকাশ করতে চাইছি তাই Publish এ ক্লিক করছি…

আপনি যদি এডমিন বা এডিটর হয়ে থাকানে তবে আপনার পোস্ট সরাসরি পাবলিশ হবে ।

আর যদি আপনি কন্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনার পোস্ট সরাসরি পাবলিশ হবেনা তা রিভিউ করে পাবলিশের জন্য অপেক্ষা করতে হবে।

আমরা কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব আপনার পোস্ট পাবলিশ করে দিব।