Tuesday , December 3 2024

সূরা ইখলাস

সূরা ইখলাস

শ্রেণী- মক্কী সূরা
নামের অর্থ- বিশুদ্ধ

সূরার ক্রম ১১২
আয়াতের সংখ্যা ৪
পারার ক্রম ৩০
রুকুর সংখ্যা ১
সিজদাহ্‌র সংখ্যা ০
শব্দের সংখ্যা ১৫
অক্ষরের সংখ্যা ৪৭

← পূর্ববর্তী সূরা সূরা লাহাব
পরবর্তী সূরা → সূরা ফালাক

অবতরণের পটভূমি

মুশরিকরা মুহাম্মদ -কে আল্লাহ্‌ তাআলার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জওয়াবে এই সূরা নাযিল হয়। অন্য এক বিবরণে আছে যে, মদীনার ইহুদিরা এ প্রশ্ন করেছিল। কোনো কোনো রেওয়ায়েতে আছে যে, তারা আরও প্রশ্ন করেছিলঃ আল্লাহ্‌ তাআলা কিসের তৈরি, স্বর্ণ-রৌপ্য অথবা অন্য কিছুর? এর জওয়াবে সূরাটি অবতীর্ণ হয়েছে ৷[১][২]
অনুবাদ
আরবি ভাষায় উচ্চারণ বাংলায় অনুবাদ
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ***
اَللّٰهُ الصَّمَدُ***
لَمۡ یَلِدۡۙ وَ لَمۡ یُوۡلَدۡ***
وَ لَمۡ یَکُنۡ لَّهُ کُفُوًا اَحَدٌ***


কু’ল হুওয়া ল্লা-হু আহাদ ৷
আল্লা-হু স্‌সামাদ ৷
* লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ৷
*ওয়া লাম ইয়াকু ল-লাহু কুফুওয়ান আহাদ!

বল, তিনিই আল্লাহ্ এক!
** আল্লাহ অমুখাপেক্ষী ।
** তিনি কাউকে জন্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেয়নি।
** তার সমতুল্য আর কেউ নেই!

About Abdul Latif Sheikh

Check Also

“তাহফিমুল কুরআন” তাফসির

তাহফিমুল কুরআন (কুরআনের তাফসীর), আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই?  আশা করি সবাই ভালো আছেন, …

সুরা ফাতিহা আয়াত ২ এর তাফসীর

সুরা ফাতিহা আয়াত ২ ১:২ اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ (২) সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর …

বিসমিল্লাহ এর নাম ও ইতিহাস জানুন

১:১ بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ১. রহমান, রহীম আল্লাহর নামে। ১. সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *