Monday , January 27 2025
সর্বশেষ

সুরা আল আ’লা

আল আ’লা

শ্রেণীঃ মক্কী সূরা
নামের অর্থঃ সুউচ্চ [অবতীর্ণ হওয়ার সময় হিজরত-পূর্ব]

সূরার ক্রমঃ ৮৭
আয়াতের সংখ্যাঃ ১৯
পারার ক্রমঃ ৩০
মঞ্জিল নংঃ ৭
রুকুর সংখ্যাঃ ১
সিজদাহ্‌র সংখ্যা নেই
শব্দের সংখ্যাঃ ৭৭
আয়াতের সংখ্যাঃ ১৯

← পূর্ববর্তী সূরা সূরা আত-তারিক্ব
পরবর্তী সূরা → সূরা আল-গাশিয়াহ্‌

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

سَبِّحِ اسْمَ رَبِّكَ الأعْلَى (١)
1. সাব্বিহিসমা রব্বিকাল আ’লা।

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন


الَّذِي خَلَقَ فَسَوَّى (٢)
2. ল্লাযী খলাক্ব ফাসাওয়্যা-।

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।


وَالَّذِي قَدَّرَ فَهَدَى (٣)
3. অল্লাযী ক্বদ্দার ফাহাদা-।

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন


وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى (٤)
4. অল্লা~ আখরজ্বাল মার‘আ-।

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,


فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى (٥)
5. ফাজ্বা‘আলাহূ গুছা–য়ান আহওয়া-।

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।


سَنُقْرِئُكَ فَلا تَنْسَى (٦)
6. সানুক্ব রিয়ুকা ফালা-তানসা~।

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না


إِلا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى (٧)
7. ইল্লা-মা-শা–য়াল্লা-হ; ইন্নাহূ ইয়া’লামুল জ্বাহর অমা- ইয়াখফা-।

আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।


وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى (٨)
8. অনুইয়াসসিরুকা লিলইয়ুসর-।

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।


فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى (٩)
9. ফাযাককির ইন নাফা’আতিয যিকর-।

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,


سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى (١٠)
10. সাইয়াযযাক্কারু মাইঁ ইয়াখশা-।

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,


وَيَتَجَنَّبُهَا الأشْقَى (١١)
11. অইয়াতাজ্বান্নাবুহাল আশক্বা

আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,


الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى (١٢)
12. ল্লাযী ইয়াছলা ন্না-রল কুবর-।

সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।


ثُمَّ لا يَمُوتُ فِيهَا وَلا يَحْيَا (١٣)
13. ছুম্মা লা-ইয়ামূতু ফীহা-অলা-ইয়াহইয়া-।

অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।


قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى (١٤)
14. ক্বদ আফলাহা মান তাযাক্কা-।
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়


وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى (١٥)
15. অ যাকারসমা রব্বিহী ফাছোয়াল্লা-।

এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।


بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا (١٦)
16. বাল তু”ছিরূনাল হা-ইয়া-তাদ্দুনইয়া-।

বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,


وَالآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى (١٧)
17. অল আ-খিরাতু খাইরুঁও ওয়া আবক্ব-।

অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।


إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الأولَى (١٨)
18. ইন্না হা-যা-লাফিছ ছুহুফিল ঊলা-।

এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;


صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى (١٩)
19. ছুহুফি ইব্রা-হীমা অমূসা-।

ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

About Abdul Latif Sheikh

Check Also

সুরা মুতাফফিফীন এর ১-৯ নং আয়াতের তাফসির

সুরা মুতাফফিফীন এর ১-৯ নং আয়াতের তাফসির মুতাফফিফীন শব্দটির অর্থ ‘যারা ওজনে কম দেয়’। নামকরণ :সুরা …

তাফসীরে জালালাইন সব খন্ড

পবিত্র কুরআনের তাফসীর জানার ক্ষেত্রে আল্লামা জালালুদ্দীন সুয়ূতী ও জালালুদ্দিন মহল্লী (র.) প্রণীত তাফসীরে জালালাইন …

তফসীরে মা’আরেফুল কোরআন সকল খন্ড

বিসমিল্লাহির রহমানির রহিম; হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী রহঃ কর্তৃক রচিত তাফসীর গ্রন্থ তাফসীরে মারেফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *