Tuesday , December 3 2024

ইসলাম কি মানবতার সমাধান

ইসলাম কি মানবতার সমাধান সম্পর্কে যদি বলা হয় পবিত্র কুরআন হল এই পৃথিবীর মধ্যে সবচাইতে পজেটিভ গ্রন্থ । কুরআন হল মানবতার একটি ইজাতেহাল । কুরজাল হল দয়া আর জ্ঞানের ফলগুধারা । অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী, বিশ্বাসীদের পথপ্রদর্শক, কুরআন সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, দুঃখী মানুষের সান্ত্বনার বাণী এবং কুরআন হল নৈরাস্থববাদীদের জন্য আশার বাণী | এই পবিত্র কুরআন এতে মানবতা আর মানুষ জাতির জন্য সমাধান রয়েছে । যদি আমরা কোন সমাধান পাই তখন আমরা উত্স জানতে চাই, এর সত্যতা সম্পর্কে জানতে চাই । যেমন ধরুনআপনার ‘জর’ হয়েছে । তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিকে আপনি জানত চাইবেন যে, প্রেসক্রিপসনটা কে লিখেছে? সে কি একজ্ন ভাক্তারঃ সেই লোকটার যোগ্যতা কি? একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কুরআনের কথাগুলোর সত্যতা কতখানি । তবে এইথানে আ্রামার দেয়া সমাধানের কোন মূল্য নেই । যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন। তিনি এই মানবজাতির সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীর স্রষ্টা, মানধতার সমাধান যিনি দিতে পারেন তিনি হলেন এই মানুষ জাতির পালনকর্তা ও রক্ষাকর্তা।

নিচে দেওয়া বইটি পড়ে আপনি ইসলাম কি মানবতার সমাধান? এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাহলে বইটি পড়া শুরু করুন ।

ইসলাম কি মানবতার সমধান বইটি পড়তে বা ডাউনলোড করতে ক্লিক করুন।

তাফসীর ইবনে কাসীর (৫ম পর্ব)

আল্লাহ কোথায় আছেন?

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (সা.)-এর ছালাত, বই

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (সা.)-এর ছালাত বইটি পড়ুন বা ডাউনলোড করুন আমলের মাধ্যমে ব্যক্তি পরিচয় …

মুসনাদে আহমদ বই

হাদীসে রাসূল (সা) সংগ্রহ ও সংরক্ষণের জন্য যেসকল ইমাম প্রাণান্ত পরিশ্রম করে গেছেন, তাদের মধ্যে …

জাকির নায়েক

সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটে তাহলে আমাদের শাস্থি হবে কেন?

আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটে তাহলে আমাদের শাস্থি হবে কেন? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *