ফেরেশতা যাদের জন্য দোয়া করেন , ১.ওযূ অবস্থায় ঘুমানো ব্যক্তি: ঘুমানোর পূর্বে ওযু করা উত্তম অভ্যাস গুলোর একটি।ওযুর মাধ্যমে বাহ্যিক পবিত্রতার পাশাপাশি মানসিক প্রফুল্লতাও লাভ করা যায়।আর আল্লাহ তা’আলার ফেরেশতাগণ ঐ ব্যক্তির জন্য দরবারে ইলাহীতে ক্ষমা প্রার্থনা করেন, যারা ওযু অবস্থায় নিদ্রা যাপন করেন।
হজরত ইবনু ‘আব্বাস ‘আনহু) থেকে বর্ণিত হয়েছে।রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,তোমাদের শরীরকে পবিত্র রাখো,আল্লাহ তা’আলা তোমাদের পবিত্র করবেন।যে ব্যক্তি পবিত্রাবস্থায় (ওযু অবস্থায়) রাত যাপন করবে,অবশ্যই একজন ফেরেশতা তার সাথে রাত যাপন করবে,রাতে যখন সে পার্শ্ব পরিবর্তন করবে তখনই (ফেরেশতাগণ) আল্লাহ তা’আলার সমীপে ক্ষমা প্রার্থনা করে বলবে, হে আল্লাহ! আপনার এ বান্দাকে ক্ষমা প্রার্থনা করে বলবে, হে আল্লাহ! আপনার এ বান্দাকে ক্ষমা করুন। কেননা সে পবিত্রাবস্থায় (ওযূ অবস্থায়) ঘুমিয়েছে। [মু’জামুল আওসাত: ৫০৮৭]
আসুন নিচের বইটি পড়ে বিস্তারিত জেনেনি কি কি কারনে আমাদের জন্য ফেরেশতা দোয়া করে থাকেন।